গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর দেশের জাতিগঠন ও সেবামূলক অধিদফতর সমূহের মধ্যে অন্যতম। বয়োবৃদ্ধ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্কদের বয়স্কভাতা কার্যক্রম উলেস্নখযোগ্য। এ ছাড়াও অনাথ ও এতিমদের জন্য সরকারি শিশু পরিবার, বেসরকারি এতিমখানার এতিমদের জন্য ক্যাপিটেশন গ্রান্টস, অন্ধ ও মূখ বধিরদের জন্য সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রকল্প ও মূখ বধির বিদ্যালয়, শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ্য মহিলাদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন, দগ্ধজনিত কারণে ক্ষতিগ্রস্থদের (প্রশিক্ষণ) ও পুর্নবাসন এবং শহর ও গ্রামীণ এলাকায় দারিদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচন কল্পে পল্লী সমাজসেবা কার্যক্রম দেশের ৪৮৩ টি উপজেলায় পূর্ন সফলতার সাথে বাস্তবায়িত হয়ে আসছে। সে ধারাবাহিকতায় অত্র জেলায় ৩ টি উপজেলা ও ১ টি শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় আর্থ-সামাজিক কর্মসূতি সহ অন্যান্য সকল কর্মসূচি বিভাগীয় নীতিমালার ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এম.পি মহোদয়, মাননীয় সচিব জনাব মোঃ জিল্লার রহমান মহোদয় ও সমাজসেবা অধিদফতরের মাননীয় মহাপরিচালক জনাব গাজী মোহাম্মদ নুরুল কবির অধিদফতরের সকল কার্যক্রমকে গতিশীল করার জন্য অকালমত্ম পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের সমন্বিত প্রচেষ্টা, বলিষ্ঠ নেতৃত্বে ও অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে সমাজসেবা অধিদফতরের উন্নয়নের নব ধারার সূচনা হয়েছে। এ ছাড়াও মেহেরপুর জেলায় সমাজসেবা অধিদফতরের পরিচালিত সকল গৃহীত কর্মসূচীর সঠিক বাস্তবায়নে মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মকবুল হোসেন এবং সুযোগ্য জেলা প্রশাসক জনাব পরিমল সিংহ সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাঁদের নেতৃত্বে এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সমাজসেবা অধিদফতরের আরও ব্যাপক উন্নয়ন সাধিত হবে এ দৃঢ় বিশ্বাস পোষন করে নব গঠিত মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন পরিচালিত সকল কার্যক্রমের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করছি।
(মোঃ দেলোয়ার হোসেন)
উপপরিচালক
জেলা সমাজসেবা কার্যালয়
মেহেরপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS